সারাদিন সুদি ব্যবসায় যুক্ত থেকে দিন শেষে হালাল সাবান খুঁজছি 

লেখক- সজল রওশন

লেখক- সজল রওশন

সজল রওশন : সুদ বিষয়ে ইসলাম তথা কোরআনের কঠোর নিষেধাজ্ঞার কথা আমরা সবাই জানি| সুদ হারাম| শূকরের গোশত হারাম বললেও আল্লাহ বলে দিয়েছেন নিরুপায় হলে অর্থাৎ আর কোন হালাল খাবার না পাওয়া গেলে শুকরের গোশত খেলে পাপ হবে না| কিন্তু সুদ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়| সর্বাবস্থায় হারাম| সব হারামের ক্ষেত্রে জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপের হুঁশিয়ারি না থাকলেও সুদের বেলাতে এ হুঁশিয়ারিও দেয়া হয়েছে| সুদকে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা বলে উল্লেখ করা হয়েছে| 

সুদ নিয়ে আমরা পিলে চমকানো ওয়াজ শুনি| কিন্তু দিনশেষে ঐ ওয়াজ আর আওয়াজ পর্যন্তই| আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাতেই শেষ| আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়ায়েজিন থেকে সর্বস্তরের মুসলমান সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বৃত্তে বন্দি| সবার পকেটেই ভিসা, মাস্টার, এমেক্স কার্ড| প্রান্তিক পর্যায়ের কিছু মানুষ হয়ত এসব ওয়াজ শুনে ব্যাংককে পাশ কাটিয়ে জীবন চালানোর চেষ্টা করে| তারা ব্যাংকে টাকা রাখে না| অনেকে এমন ওয়াজে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকের চাকুরী ছেড়েছেন| ব্যাংকে চাকুরী করা হাজার হাজার কর্মচারী-কর্মকর্তাদের নানান অপ্রত্যাশিত-অযাচিত মন্তব্য শুনতে হচ্ছে প্রতিনিয়ত| 

কিন্তু প্রান্তিক মানুষগুলোর পক্ষেও ব্যাংককে পাশ কাটানো কঠিন হয়ে পড়ছে| 

ইয়োরোপ-আমেরিকায় বসবাসরত মুসলমানদের এই হারাম থেকে বাঁচা প্রায় অসম্ভব| আমেরিকায় ঋণ প্রয়োজন না হলেও ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়| ক্রেডিট কার্ডের লেনদেনের রেকর্ড রাখে ক্রেডিট ব্যুরো| এই লেনদেনের ভিত্তিতে আপনার ক্রেডিট স্কোর বা ক্রেডিবিলিটি স্কোর তৈরী হবে| এই স্কোর বাড়ি কেনা, বাড়ি ভাড়া, এমনকি কিছু কিছু চাকুরীতে  নিয়োগের ক্ষেত্রেও বিবেচনা করা হয়| এক কথায় ব্যাংক ঋণ ছাড়া আমেরিকায় জীবন যাপন প্রায় অসম্ভব| এবং অসম্ভবকে সম্ভব করতে হলে পরিচিত সভ্যতা বা সময়কে না বলতে হবে কিন্তু আল্লাহ তো এমন কোন বিধান দেননি যা পালন করা অসাধ্য বা অসম্ভব|

এমন কোন হারামের বিধান তিনি দেননি যা কোন একজন ব্যক্তির জন্যেও কষ্টকর| দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে প্রার্থনার অনুমতি আছে কিন্তু সুদের পরিচিত বিধান মেনে চলা কার্যত পৃথিবীর সকল মুসলমানের জন্যই  অসম্ভব এবং অবাস্তব| ব্যাংক ছাড়া ব্যবসা করবেন কিভাবে ? বাড়ি, গাড়ি, চাকুরী, জীবন জীবিকার সবই ব্যাংকিং সিস্টেমের সাথে সম্পৃক্ত| ব্যাংক হারাম হলে বিধি মোতাবেক ব্যাংকে চাকুরী করাও হারাম| 

ব্যাংক লোন নিয়ে ব্যবসা করাও হারাম, এমন ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী করাও হারাম হবে| কিন্তু যারা অন্য সাবানে শুকরের চর্বি থাকতে পারে এ আশংকায় হালাল সাবান কিনছেন তারাও দিব্যি ব্যাংকিং সেবা নিচ্ছেন| কারণ উপায় নাই| কিন্তু উপায় নাই এমন বিধান আল্লাহ কেন দিলেন ? 

সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হলে ব্যাংক ব্যবস্থা কেমন হবে এবং তা প্রচলিত ব্যবস্থা থেকে ভিন্ন কি হবে ? 

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক- Sajal Roshan Inc.
লেখক পরিচিতি : ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, সাইকো-রিলিজিয়াস অ্যানালিস্ট, লেখক এবং উদ্যোক্তা।

পাঠকের মন্তব্য