বেরোবি ক্যাফেটেরিয়ার ফের পচা খাবার; এবার প্লেটেই বমি শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে অভিযোগ দিনদিন বেড়েই চলছে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পঁচা খাবার খেয়ে প্লেটেই বমি করে ফেলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাব্বির নামে এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে পঁচা ডিমের গন্ধে নিজ খাবার প্লেটেই বমি করেছে বলে ফেসবুকে ক্ষুব্ধ হয়ে পোস্ট করে জানায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনার ঝড়। এর আগে ক্যাফেটেরিয়ার খাবার নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ক্যাফেটেরিয়ার ভাতে পচা পোকা,তরকারিতে শামুক,মাছে কাঁচা গন্ধ ও পঁচা ডিম সরবরাহসহ নানাধরনের ঘটনা ঘটেছে।

এবার এই শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, এইমাত্র (বিকেল ৪টা) ক্যাফেটেরিয়া থেকে একটা ডিম আর সবজি কিনে এনে ভাত খাইতে বসছি। 

প্রথমে সবজি দিয়ে খাইলাম, সবজি টা ঠিকই ছিল কিন্তু যখন ই ডিম দিয়ে খাওয়া শুরু করলাম, একমুঠো ভাত খেয়েই ব*মি করে ফেলছি। ডিমে এতো পরিমাণ গন্ধ তাতে বোঝাই যাচ্ছে ডিম টা অনেক আগে সিদ্ধ করা, আর নাহয় এটা নষ্ট ডিম ছিলো। সবাই একটু সাবধানে খাবার খাবেন। এই বিষয়ে জনাব উমর ফারুক (পরিচালক) স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।

এ নিয়ে ভুক্তভোগী সাব্বিরের সাথে কথা বললে জানায়,সকাল থেকে দুপুর অব্ধি প্রেজেন্টেশন থাকার ফলে হলের খাবার পায়নি তাই বাধ্য হয়ে ক্যাফেটেরিয়ার খাবার কিনে এনে রুমে খেতে বসি, ডিমে দিয়ে খাবার মুখে দেয়ার সাথেই দুর্গন্ধে ভরে যায় এবং তখনই প্লেটে বমি করে ফেলি।

ক্যাফেটেরিয়ার এমন পচা খাবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়,বারবার এমন পঁচা-বাসি খাবার খাওয়ানো হচ্ছে।আবার বাঙ্গালি খাবার ঠিকমত পাওয়াও যায়না,তারা শুধু চাইনিজ খাবার এভাইলেবল রয়েছে বলে জানায়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়া যখন রেস্টুরেন্টের মত ব্যবসায়িক ভাবনা নিয়ে চলে তখন এসবই ঘটবে। আবার কিছু বলতে গেলেই নানা ধরনের ট্যাগ লাগিয়ে সংবাদ প্রকাশ করে। এসব কারণে বাধ্য হয়েই চুপ থাকতে হয় ও খাবার খেতে হয়।

এ নিয়ে ক্যাফেটেরিয়া স্বত্বাধিকারী মুরাদের কাছে জানতে চাইলে তিনি বলেন,ক্যাফেটেরিয়ার ভিতরে এই ধরনের ঘটনা ঘটেনি। বমি করা প্লেটটিও ক্যাফেটেরিয়ার না।কেউ যদি খাবার নিয়ে দেরি করে নষ্ট করে খায় সেটায় দায়িত্ব আমরা নিব না।আমার ক্যাফেটেরিয়ার বাইরের কোনো ঘটনার দায়দায়িত্ব আমরা নেব না।
এ বিষয়ে জানতে চাইলে ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক বলেন,কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, এর আগে এমন পচা-বাসি খাবার সরবরাহের অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দেখতে গেলে তাকে হয়রানি করে বিভিন্নভাবে সংবাদ প্রচার করে তারা। যার ফলে সাধারণ শিক্ষার্থী নিরুপায় হয়ে চুপ থাকে বলে জানা যায়।

পাঠকের মন্তব্য