গাইবান্ধায় পিস্তল-গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন। গ্রেফতাররা হলেন- আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তারা সবাই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ভোর সাড়ে ৪ টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ২টি ড্যাগারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য