অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঈদগাঁও বাজারের ঈদগড় রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, ঈদগাঁও বাজারের ঈদগড় রোডের মুখে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার অপরাধে একটি আইসক্রিম দোকানদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও রেজিষ্ট্রেশন বিহীন একটি ডাম্পার গাড়ি জব্দ করে ঈদগাঁও থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য