ইতিহাসে এই দিন প্রজন্মকন্ঠ প্রবন্ধ ১০ মার্চ, ২০১৯ সময় - ১১:৩২:২১ অ- অ অ+ ১৮৩৮ খ্রিস্টাব্দের এইদিনে সামুয়েল মোর্স জনসমক্ষে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফের কাজ প্রদর্শন করেন। ১৮৫২ খ্রিস্টাব্দের এইদিনে অন্ধদের জন্য বর্ণমালা ও পাঠ পদ্ধতির উদ্ভাবক লুই ব্রেইল মৃত্যুবরণ করেন। ১৮৮৪ খ্রিস্টাব্দের এইদিনে উদ্ভিদতত্ত্ববিদ ও বংশগতি বিদ্যার পথিকৃৎ মেন্ডেল মৃত্যুবরণ করেন। ১৯১৯ খ্রিস্টাব্দের এইদিনে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রম্নজভেল্ট মৃত্যুবরণ করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের এইদিনে জাদু সম্রাট পিসি (প্রতুল চন্দ্র) সরকার পরলোকগমন করেন। ১৯৮০ খ্রিস্টাব্দের এইদিনে গায়ক ও সুরকার দিলীপ কুমার রায় পরলোকগমন করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দের এইদিনে সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আঙুরবালা পরলোকগমন করেন। পাঠকের মন্তব্য প্রজন্মকন্ঠ - Projonmo Kantho Online Bangla News তানজিম হাসানেরা কেন নারীবিদ্বেষী হয়ে উঠেছেন ? স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন সোহানুর রহমান সোহান সারাদিন সুদি ব্যবসায় যুক্ত থেকে দিন শেষে হালাল সাবান খুঁজছি ‘শীর্ষ ২০ অর্থনীতির একটি দেশ হবে বাংলাদেশ’ সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়িয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে কে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া ? ড. মুহাম্মদ ইউনূস : মুখোশের আড়ালে আসল মানুষটি ! সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আর নেই
পাঠকের মন্তব্য