ইতিহাসে এই দিন

  • ১৪৮৩ সালের এই দিনে মোগল সাম্র্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্র্রাট জহিরুদ্দিন মুহম্মদ বাবরের জন্ম।
  • ১৫৬৪ সালের এই দিনে ইতালির জ্যোতির্বিদ ও পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলেইর জন্ম।
  • ১৭৪৮ সালের এই দিনে ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্মামের জন্ম।
  • ১৭৮২ সালের এই দিনে ফরাসী এবং ব্রিটিশদের মধ্যে ভারতীয় উপকূলে নৌযুদ্ধ শুরু হয়।
  • ১৭৯৮ সালের এই দিনে ফ্রান্সের রোম দখলের পর রোমান প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৮০৮ সালের এই দিনে রাশিয়া পুরোপুরি ফিনল্যান্ড দখল করে নেয়।
  • ১৮৬৯ সালের এই দিনে উর্দু ও ফার্সি সাহিত্যের মহাকবি মির্জা আসাদউল্লাহ খান গালিবের ইন্তেকাল।
  • ১৮৭৩ সালের এই দিনে রসায়নের নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী হান্স ফন ইউলারের জন্ম।
  • ১৮৮২ সালের এই দিনে হিমায়িত মাংসের প্রথম চালান নিউজিল্যান্ড থেকে ব্রিটেনে পাঠানো হয়।
  • ১৮৯৮ সালের এই দিনে কিউবার হাভানা পোতাশ্রয়ে মাইন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে  দেয়া হয়। ২৬০ নাবিকের প্রাণহানি।
  • ১৯১৬ সালের এই দিনে বাংলাদেশি বাউল গানের শিল্পী শাহ আবদুল করিম এর জন্ম।
  • ১৯৩৫ সালের এই দিনে মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং আমূল নারীবাদী তাত্বিক সুসান ব্রাউনমিলার এর জন্ম।
  • ১৯৩৭ সালের এই দিনে এথেন্সে বলকান আঁতাত সম্মেলন অনুষ্ঠিত।
  • ১৯৪২ সালের এই দিনে সিঙ্গাপুর জাপানের কাছে আত্মসমর্পণ করে।
  • ১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হক পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন।
  • ১৯৭১ সালের এই দিনে আটশো বছরের ঐতিহ্য ভেঙে ব্রিটেনে দশমিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত হয়।
  • ১৯৭৪ সালের এই দিনে পররাষ্ট্রমন্ত্রীর ইরাকের রাজধানী বাগদাদের পথে যাত্রা। ইরাকি পরিদর্শক দলের সঙ্গে বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনের বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
  • ১৯৮৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এর মৃত্যু।
  • ১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের মুসলিম মুজাহিদদের প্রবল প্রতিরোধের মুখে দখলদার সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে।
  • ১৯৯৫ সালের এই দিনে তাইওয়ানের তাইচুংয়ে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জন নিহত।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশে বহুল আলোচিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনের ক’দিন পরই তৎকালীন বিএনপি সরকারের বিদায়।
  •    


    পাঠকের মন্তব্য