ইতিহাসে এই দিন

  • ১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর রসুর (পরশুরাম) জন্ম।
  • ১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ সৈয়দ আলতাফ হোসেনের জন্ম।
  • ১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে হিটলার ভার্সাই চুক্তি ভঙ্গ করে বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনর্প্রবর্তন করেন।
  • ১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল জয়ী (১৯০৯) সুইডিস সাহিত্যিক সেলমা লাগেরল্যোফ- এর মৃত্যু।
  • ১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত নভোচারীরা ৩৫ মিলিয়ন মাইল প্রদক্ষিণ সম্পন্ন করে।
  • ১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি অর্থনীতিবিদ ঝাঁ মোনে-র মুত্যু।
   


পাঠকের মন্তব্য