ইতিহাসে এই দিন

  • ১১৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
  • ১৪১৩ খ্রিস্টাব্দের এই দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৬০৯ খ্রিস্টাব্দের এই দিনে পোল্যান্ডের রাজা দ্বিতীয় কাজিমিয়ের্জের জন্ম হয়।
  • ১৬১০ খ্রিস্টাব্দের এই দিনে রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
  • ১৬৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ইতিহাসবিদ হেনরি সভ্যালের মৃত্যু হয়।
  • ১৬৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সুরস্রষ্টা ইয়াহান সেবাস্টিয়ানের জন্ম।
  • ১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
  • ১৮০১ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে ।
  • ১৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
  • ১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
  • ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
  • ১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খানের জন্ম।
  • ১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
  • ১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
  • ১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
  • ১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে গণভোট হয়।
  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
  • ২০০২ খ্রিস্টাব্দের এই দিনে সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
   


পাঠকের মন্তব্য