ইতিহাসে এই দিন

  • ১৪৬২ সালের এই দিনে মস্কোর যুবরাজ দ্বিতীয় ভাসিলির মৃত্যু।
  • ১৫১৩ সালের এই দিনে আবিষ্কৃত হয় ফ্লোরিডা।
  • ১৬৬৮ সালের এই দিনে বোম্বে ইস্ট ইন্ডিয়া কম্পানির অধীনে আসে।
  • ১৭৮৫ সালের এই দিনে ফ্রান্সের রাজা সপ্তদশ লুইয়ের জন্ম।
  • ১৭৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
  • ১৮৪৫ সালের এই দিনে নোবেলবিজয়ী জার্মান বিজ্ঞানী ভিলহেলম রন্টজেনের জন্ম।
  • ১৮৪৭ সালের এই দিনে রসায়নে নোবেলজয়ী (১৯১০) জার্মান বিজ্ঞানী ওটো ভালাখের জন্ম।
  • ১৮৫৫ সালের এই দিনে আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন।
  • ১৮৬৩ সালের এই দিনে মোটর গাড়ির নকশাকার স্যার ফ্রেডরিখ হেনরি রয়েসের জন্ম।
  • ১৯১৯ সালের এই দিনে আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা
  • ১৯৪৪ সালের এই দিনে লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর মৃত্যু।
  • ১৯৬৪ সালের এই দিনে জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
  • ১৯৬৮ সালের এই দিনে মহাকাশে গমনকারী প্রথম মানব রুশ নভোচারী ইউরি গাগারিন বিমান দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
  • ১৯৭১ সালের এই দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তাঁর খোঁজ মেলেনি।
  • ১৯৭৭ সালের এই দিনে সান্তাক্রুজ বিমান বন্দরের রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে।
  • ১৯৮২ সালের এই দিনে বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন।
  • ২০০২ সালের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৬ মন্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে ৪২ কোটি টাকার দুর্নীতি মামলা দায়ের
  • ২০০২ সালের এই দিনে একুশে টেলিভিশন (ইটিভি)-এর লাইসেন্স বাতিল করে আদালতের রায় ঘোষণা
   


পাঠকের মন্তব্য