ইতিহাসে এই দিন

  • ১২৩৬ সালের এই দিনে দিল্লীর সম্রাট ইলতুৎমিশের ইন্তেকাল।
  • ১৩২০ সালের এই দিনে পর্তুগালের রাজা প্রথম পেদ্রোর জন্ম
  • ১৩৯০ সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় রবার্টের মৃত্যু
  • ১৪৫১ সালের এই দিনে দিলি্লর বাদশাহ আলম শাহ সিংহাসন ছেড়ে দেন
  • ১৫৩৯ সালের এই দিনে জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন
  • ১৭৭২ সালের এই দিনে ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর জন্ম।
  • ১৭৮২ সালের এই দিনে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়
  • ১৮০৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী মিশরের আলেক্সান্ড্রিয়া থেকে পিছু হটে এবং মিশরের কাছে পরাজিত হয়।
  • ১৮২৪ সালের এই দিনে ইংরেজ কবি জর্জ বায়রনের মৃত্যু।
  • ১৮৩৪ সালের এই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৮ সালের এই দিনে অস্ট্র্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাকসেন জন্মগ্রহণ করেন। তিনি ৩টি টেস্ট খেলেন।
  • ১৮৬১ সালের এই দিনে বাল্টিমোরের দাঙ্গায় পুলিশসহ ১৩ জন নিহত
  • ১৮৮২ সালের এই দিনে বিজ্ঞানী চার্লস ডারউইনের মৃত্যু।
  • ১৯০৬ সালের এই দিনে ফরাসী পদার্থবিদ পিয়েরে কুরি সড়ক দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৫৫ সালের এই দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডোনাল্ড ডিন্স মৃত্যুবরণ করেন। তিনি ৩টি টেস্ট খেলেন।
  • ১৯৭১ সালের এই দিনে সাহিত্যিক নরেন্দ্র দেবের মৃত্যু।
  • ১৯৭১ সালের এই দিনে ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২০ রান করেন।
  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৭৫ সালের এই দিনে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত হয়।
  • ১৯৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলায় ড্যাভিডিয়ানস নামের এক ধর্মীয় সম্প্রদায়ের শিশু, নারীসহ প্রায় ৮০ জন সদস্য নিহত হয়।
  • ১৯৯৮ সালের এই দিনে মেক্সিকান কবি অক্টাভিও পাজের মৃত্যু।
  • ২০০৫ সালের এই দিনে পোপ দ্বিতীয় জন পলের মুত্যুর পর ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন।
  •    


    পাঠকের মন্তব্য