ইতিহাসে এই দিন

  • ১৫২৫ সালের এই দিনে রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।
  • ১৬৯৫ সালের এই দিনে ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি জন লাফুনতান মৃত্যুবরণ করেন।
  • ১৭৫৭ সালের এই দিনে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
  • ১৮৩১ সালের এই দিনে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী এর জন্ম।
  • ১৮৫৭ সালের এই দিনে লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
  • ১৮৬৫ সালের এই দিনে নোবেলজয়ী (১৯২৩) আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম।
  • ১৮৭৮ সালের এই দিনে ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
  • ১৯০০ সালের এই দিনে চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।
  • ১৯০৬ সালের এই দিনে বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।
  • ১৯২১ সালের এই দিনে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।
  • ১৯৩২ সালের এই দিনে বিপ্লবী নির্মলকুমার সেনের মৃত্যু।
  • ১৯৩৪ সালের এই দিনে এডল্ফ হিটলার এবং বেনিটো মুসোলিনী দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।
  • ১৯৪০ সালের এই দিনে জার্মান গায়িকা সারাহ কোনর এর জন্ম।
  • ১৯৪৩ সালের এই দিনে ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।
  • ১৯৪৪ সালের এই দিনে জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন এর জন্ম।
  • ১৯৫৩ সালের এই দিনে কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
  • ১৯৫৩ সালের এই দিনে আমেরিকান অভিনেতা টিম অ্যালেন এর জন্ম।
  • ১৯৫৬ সালের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।
  • ১৯৭১ সালের এই দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।
  • ১৯৭৪ সালের এই দিনে ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
  • ১৯৭৮ সালের এই দিনে লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে।
  • ১৯৮২ সালের এই দিনে সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।
  • ১৯৮৩ সালের এই দিনে ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।
  • ১৯৯৩ সালের এই দিনে কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
  • ২০০২ সালের এই দিনে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।
  • ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা করা হয়।
  • ২০১২ সালের এই দিনে উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসানের ইন্তেকাল।
  •    


    পাঠকের মন্তব্য