ইতিহাসে এই দিন

  • ১৩০৯ সালের এই দিনে সপ্তম হেনরি রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
  • ১৪৬৭ সালের এই দিনে নেপলসের রাজা দ্বিতীয় ফার্দিনান্দের জন্ম।
  • ১৫২৪ সালের এই দিনে প্রথম জেমস স্কটল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে বসেন।
  • ১৮০৫ সালের এই দিনে নেপলস্-এ ভয়াবহ ভূমিকম্পে ৬০০০ লোকের মর্মান্তিক মৃত্যু।
  • ১৮৩৫ সালের এই দিনে হাওয়াইয়ে প্রথম আখ চাষ শুরু হয়।
  • ১৮৪২ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী বের্টোল্ড ডেলব্রুক এর জন্ম।
  • ১৮৪২ সালের এই দিনে ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের জন্ম।
  • ১৮৪৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
  • ১৮৫৬ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ ও চালু হয়।
  • ১৮৫৬ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২৫] আইরিশ নাট্যকার জর্জ বার্নাড শ-এর জন্ম।
  • ১৮৬৫ সালের এই দিনে কীর্তন ও দেশাত্মবোধক গানের গীতিকার রজনীকান্ত সেনের জন্ম।
  • ১৮৭৫ সালের এই দিনে সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুংয়ের জন্ম।
  • ১৮৭৬ সালের এই দিনে রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
  • ১৮৯১ সালের এই দিনে ঐতিহাসিক, পুরাতত্ত্ববিদ ও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যু।
  • ১৯০৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশন বা এফবিআই গঠন করা হয়েছিলো।
  • ১৯০৮ সালের এই দিনে চিলির রাষ্ট্রপতি সালবাদোর আইয়েন্দে এর জন্ম।
  • ১৯১৫ সালের এই দিনে ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারির মৃত্যু।
  • ১৯২৮ সালের এই দিনে একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্ট্যানলি কুব্রিক এর জন্ম।
  • ১৯৪১ সালের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী বেনজামিন হোর্ফ মৃত্যুবরণ করেন।
  • ১৯৪২ সালের এই দিনে আর্জেন্টিনার লেখক রবার্টো আর্ল্টের মৃত্যু।
  • ১৯৪৫ সালের এই দিনে রাষ্ট্রসংঘের চার্টারে স্বাক্ষর পঞ্চাশটি দেশের।
  • ১৯৫০ সালের এই দিনে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী পল সিমর এর জন্ম।
  • ১৯৫০ সালের এই দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
  • ১৯৫২ সালের এই দিনে কবি ও সমালোচক মোহিতলাল মজুমদারের মৃত্যু।
  • ১৯৫৩ সালের এই দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু।
  • ১৯৫৫ সালের এই দিনে পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এর জন্ম।
  • ১৯৫৬ সালের এই দিনে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
  • ১৯৬৫ সালের এই দিনে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৯ সালের এই দিনে তেহররানে প্রথম জুমআর গণ-জামায়াত হয়।
  • ১৯৮০ সালের এই দিনে ইরানের শেষ শাহ মুহাম্মদ রেজা খান মিসরের রাজধানী কায়রোতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
  • ১৯৮৮ সালের এই দিনে ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি ফজলুর রহমান মালিক মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৭ সালের এই দিনে রবীন্দ্র সংগীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যু।
  • ১৯৯০ সালের এই দিনে সোভিয়েত প্রজাতন্ত্র বাইলো রাশিয়ার স্বাধীনতা ঘোষণা।
  • ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
  • ২০০০ সালের এই দিনে মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকি মৃত্যুবরণ করেন।
  • ২০০৫ সালের এই দিনে ঢাকাসহ সারাদেশে অপরাধী দমনে র‌্যাব-এর ‘অপারেশন স্ট্র্যাটেজি’ শুরু ।
  •    


    পাঠকের মন্তব্য