ইতিহাসে এই দিন প্রজন্মকন্ঠ প্রবন্ধ ১০ মার্চ, ২০১৯ সময় - ১১:৩২:২১ অ- অ অ+ ১০৯৯ সালের এই দিনে পোপ দ্বিতীয় আরবান মৃত্যুবরণ করেন । ১১০৮ সালের এই দিনে ফরাসী রাজা প্রথম ফিলিপ মৃত্যৃবরণ করেন । ১৫৬৭ সালের এই দিনে রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৫৮৮ সালের এই দিনে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে। ১৮০১ সালের এই দিনে ইংলিশ সাহিত্যিক জর্জ বার্নাডশ জন্মগ্রহন করেন । ১৮৪৩ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহানেস শ্মিট জন্মগ্রহন করেন। ১৮৫১ সালের এই দিনে অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন। ১৮৫৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত। ১৮৭৬ সালের এই দিনে ভারতীয় বিজ্ঞান সভা ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা লাভ করে। ১৮৭৭ সালের এই দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় সাহিত্য, দর্শন-বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা ভারতী প্রকাশিত হয়। ১৮৮৩ সালের এই দিনে ইতালীয় ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনের জন্ম। ১৮৯০ সালের এই দিনে বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ মৃত্যুবরণ করেন । ১৮৯১ সালের এই দিনে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ, সমাজসংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু। ১৮৯৯ সালের এই দিনে যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়। ১৯০৪ সালের এই দিনে ভারতীয় শিল্পপতি জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা জন্মগ্রহন করেন। ১৯০৫ সালের এই দিনে নোবেলজয়ী সুইডিস অর্থনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দাগ হ্যামার শোল্ড-এর জন্ম। ১৯২১ সালের এই দিনে এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হোন। ১৯৩২ সালের এই দিনে কথাসাহিত্যিক হুমায়ুন কাদিরের জন্ম। ১৯৫৩ সালের এই দিনে তেনজিং নোরকে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট শৃঙ্গে পা রাখেন। ১৯৫৭ সালের এই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। ১৯৫৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালের এই দিনে বিখ্যাত পরিসংখ্যানবিদ রোনাল্ড ফিশার মৃত্যুবরণ করেন । ১৯৭৫ সালের এই দিনে নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান ঘটে। ১৯৮১ সালের এই দিনে লন্ডনে অনুষ্ঠিত প্রিন্স চার্লস ও লেডি ডায়ানার বিয়ের অনুষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ৭০০ মিলিয়ন টিভি দর্শক উপভোগ করে। ১৯৮৩ সালের এই দিনে স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা লুইস বুনুয়েল মৃত্যুবরণ করেন। ১৯৮৭ সালের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ (ইউরোটানেল) নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন। ১৯৮৭ সালের এই দিনে ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৬ সালের এই দিনে ফরাসী গণিতবিদ মার্সেল পল শোয়োতজেনবার্গার মৃত্যুবরণ করেন। ২০০৫ সালের এই দিনে জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন। পাঠকের মন্তব্য প্রজন্মকন্ঠ - Projonmo Kantho Online Bangla News সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী কামরুন্নেসার ইন্তেকাল একাত্তরে ধর্ষণ শিবির থেকে বেঁচে ফেরা নারীদের কথা স্কুলে-স্কুলে শিশুদের কৃমিনাশক সেবন শুরু ৪ জুন গাজীপুরের পর চার সিটি নিয়ে মনযোগী আওয়ামী লীগ গাজীপুর সিটির ৪৮০ কেন্দ্রের ভোটের ফল বিশ্লেষণের চিত্র এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট স্বাধীনতার পর এখন পর্যন্ত জাতীয় নির্বাচন; জয় পরাজয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান আর নেই
পাঠকের মন্তব্য