ইতিহাসে এই দিন

  • আজ বিশ্ব পর্যটন দিবস
  • ১২৯০ সালের এই দিনে প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোকের মৃত্যু।
  • ১৫৫৭ সালের এই দিনে জাপানের সম্রাট গো-নারার মৃত্যু।
  • ১৬০১ সালের এই দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুইয়ের জন্ম।
  • ১৭৬০ সালের এই দিনে মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
  • ১৭৮১ সালের এই দিনে হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু।
  • ১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৮২২ সালের এই দিনে জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
  • ১৮৩৩ সালের এই দিনে বাংলায় নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের মৃত্যু।
  • ১৮৩৪ সালের এই দিনে চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
  • ১৮৪৩ সালের এই দিনে ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরির জন্ম।
  • ১৮৭৫ সালের এই দিনে সাহিত্যে নোবেলজয়ী [১৯২৬] ইতালিয় লেখিকা গ্রাৎসিয়া দেলেদ্দার জন্ম।
  • ১৯০৬ সালের এই দিনে কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ির জন্ম।
  • ১৯০৭ সালের এই দিনে বৃটিশ বিরোধী উপমহাদেশীয় স্বাধীনতা আন্দোলনকারী ভগৎ সিং জন্মগ্রহণ করেন।
  • ১৯২৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিংগার জন্মগ্রহণ করেন।
  • ১৯২৮ সালের এই দিনে আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
  • ১৯৩২ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৩ সালের এই দিনে কবি কামিনী রায়ের মৃত্যু।
  • ১৯৩৭ সালের এই দিনে প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
  • ১৯৪০ সালের এই দিনে দ্বীতিয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।
  • ১৯৪০ সালের এই দিনে ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।
  • ১৯৪২ সালের এই দিনে স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
  • ১৯৪৪ সালের এই দিনে বামপন্থী রাজনীতিবিদ সিরাজ শিকদারের জন্ম।
  • ১৯৪৯ সালের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
  • ১৯৫৮ সালের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
  • ১৯৬১ সালের এই দিনে সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৬২ সালের এই দিনে ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সা’না) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
  • ১৯৭১ সালের এই দিনে বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার নাজমুল হক মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৬ সালের এই দিনে ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টির জন্ম।
  • ১৯৮০ সালের এই দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
  • ১৯৮১ সালের এই দিনে নিউ জিল্যান্ডের ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককুলামের জন্ম।
  • ১৯৮৩ সালের এই দিনে মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।
  • ১৯৯৬ সালের এই দিনে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।
  • ২০০২ সালের এই দিনে পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।
   


পাঠকের মন্তব্য