বঙ্গোপসাগরে অস্ত্র ও গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র্যাব

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র্যাব।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের সোনাদিয়া চ্যানেলে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান। তবে আটকদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মেজর মেহেদী হাসান বলেন, ‘বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের সোনাদিয়া চ্যানেলে কয়েকটি জলদস্যু বাহিনী মাছ ধরার ট্রলার লুট করছে খবরে র্যাবের একটি দল স্পিডবোটযোগে অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা কিছু অস্ত্র পানিতে ফেলে দেয়।’
তিনি বলেন, ‘পরে মাছ ধরার ট্রলার লুট করা অবস্থায় ১০ জলদস্যুকে আটক করা হয়। এ সময় আহত অবস্থায় তিন জেলে, ছয়টি দেশীয় তৈরি বন্দুক এবং ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর মেহেদী।
পাঠকের মন্তব্য