উস্কানি দিচ্ছে বিএনপি, প্রশাসনে রদবদলের দাবি অবান্তর  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে। তারা এখন আন্দোলনের মুডে নেই। তাই বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ তাতে সাড়া দেবে না। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নানাভাবে উস্কানি দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ (রোববার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা জানাতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী কে তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনো নেতা নেই। এখানেই তো তাদের ফলাফল হয়ে গেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে। তবে এ নির্বাচনে কারা জিতবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। দিন যতই যাচ্ছে ততই আওয়ামী লীগের বিজয় স্পষ্ট হয়ে উঠছে। কারণ আওয়ামী লীগ জনগণের শক্তির উপর নির্ভরশীল। আর বিএনপি গুজবের উপর নির্ভরশীল একটি দল।

পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধুমাত্র তাদেরই গ্রেফতার করা হচ্ছে। ইসির দিক নির্দেশনা অনুযায়ী গ্রেফতার করেছে কিংবা অ্যাকশনে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশী যেই হোক তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তা বাহিনীর কোনও উপায় থাকবে না গ্রেফতার ছাড়া।

আজ (রোববার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২ উদ্বোধনের পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশাসনে রদবদলের দাবি অবান্তর : এইচ টি ইমাম  

অন্যদিকে, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, বিএনপি বর্তমান সরকার এবং প্রশাসনকে মেনেই নির্বাচনে এসেছে। ফলে তাদের দাবি অনুযায়ী প্রশাসনে রদবদল অবান্তর।

আজ (রোববার) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে এইচটি ইমামের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ইসি’র সঙ্গে বৈঠক করে।

এইচটি ইমাম বলেন, বর্তমানে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু রাষ্ট্রযন্ত্র, সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে চারদিক থেকে যেভাবে বক্তব্য দেয়া হচ্ছে। এগুলো বন্ধ করা উচিত বলে আমরা মনে করি।

পাঠকের মন্তব্য