ফেসবুকে পুলিশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার : গ্রেফতার ১

ফেসবুকে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করার অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিটিটিসি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ শাহিন আলম হৃদয় (২০)।

এ সময় তার হেফাজত হতে ১টি ওয়ালটন মোবাইল ফোন, দুটি সীমকার্ড ও একটি মেমোরি কার্ড  উদ্ধার করা হয়।

১ ডিসেম্বর, ২০১৮ মগবাজার এলাকা থেকে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের স্যোসাল মিডিয়া মনিটরিং টিম উজ্জ্বলকে গ্রেফতার করে ।

সাইবার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহিন ইন্টারনেটের মাধ্যমে একাধিক ফেসবুক গ্রুপের একাধিক আইডির সহায়তায় বিভিন্ন মিথ্যা, আপত্তিকর এবং মানহানিকর তথ্য পোষ্ট করে। যা রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক এবং আইনশৃংখলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা সৃষ্টিকারী।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু হয়েছে।

পাঠকের মন্তব্য