ডিএমপি’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১৪ গ্রাম ১২২০ পুরিয়া হেরোইন ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ২০ ডিসেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।
পাঠকের মন্তব্য