ভুয়া এমপি প্রার্থীকে গ্রেপ্তার 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১ ( ডোমার-ডিমলা) আসনে মনোনয়নপত্র দাখিল না করেও নিজেকে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি, লাঙ্গল প্রতীক ও নিজের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে প্রচারণার অভিযোগে পিয়ারুল ইসলাম বাবু (৪০) নামের এক ভুয়া এমপি প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মজিব উদ্দিনের ছেলে।

পিয়ারুল ইসলাম বাবু নিজেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দাবী করে উপজেলার বিভিন্ন স্থানে প্রচার- প্রচারনা চালিয়ে আসছিলেন। যদিও এ আসনে জাতীয় প্রার্টির প্রকৃত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন জাফর ইকবাল সিদ্দিকী। গত বৃহস্পতিবার রাতে ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স পিয়ারুল ইসলাম বাবুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় ডিমলা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় প্রতারনা ও মানহানির অভিযোগে মামলা নং-৫,তারিখ ২০/১২/২০১৮ইং দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মফিজ উদ্দিন শেখ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মন্তব্য