স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। তাই সবাই ধৈর্য্য ধরে ভোট দিন। জনগণ যে রায় দিবে আমার তা মেনে নিব।’ তিনি ভোট দিতে আজ রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে। জনগণ উন্নয়নের পথে আছে, তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে।’
সংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।’ তিনি বলেন, আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

পাঠকের মন্তব্য