আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে জনগণ : শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘এ নির্বাচনে ৭০ সালের মতো ভোট দিয়ে বাংলার জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

আজ রবিবার গোপালগঞ্জ শহরের এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সংগঠনকে ভোট দিতে বাংলার জনগনের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে। তারা সর্বোচ্চ ভোটে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের নির্বাচিত করবেন। এ নির্বাচনে বাংলার জনগণ স্বাধীনতাবিরোধীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’

এর আগে পরিবারের সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের খোঁজখবর নেন।

পাঠকের মন্তব্য