নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের প্রধান আসামী গ্রেফতার 

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বরুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত সোহেল কুমিল্লায় অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে মহেশপুরের একটি ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে গত রোববার রাতে সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় বাড়িতে এসে হামলা ও ভাংচুর চালায় একই এলাকার সোহেল, মোশারফ, সালাউদ্দিন ও তাদের সহযোগীরা।

এ সময় বাধা দিলে গৃহবধূর স্বামী ও তাকে পিটিয়ে আহত করে। পরে স্বামী, স্কুলপড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ৯ জনকে আসামী করে সুবর্ণচর থানায় মামলা করেন গৃহবধূর স্বামী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, 'যাতে কোন আলামত নষ্ট না হয় সেজন্য আমরা দ্রুততার সহিত ভর্তি করে প্রাথমিক পরীক্ষাগুলো সম্পন্ন করেছি। বাকি পরীক্ষাগুলোও আমরা দ্রুততার সঙ্গে করবো।'

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, 'ভুক্তভোগীর স্বামী এজাহারে বলেছেন, এই নয় জন পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটিয়েছে। রাজনৈতিক রঙ দেয়ার যে চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু সে এজাহারে বলেনি।'

পাঠকের মন্তব্য