ব্ল্যাক বিউটি টমেটোর সফল চাষ

বাংলাদেশে প্রথমবারের মতো উত্পাদিত হচ্ছে ব্ল্যাকবিউটি টমেটো।
ব্ল্যাকবিউটি টমেটো দেখতে একেবারে কালো। ভিতরের অংশ টকটকে লাল। এই ব্ল্যাকবিউটি টমেটো দেখতে অত্যন্ত সুন্দর, সুস্বাদু, পুষ্টি সমৃদ্ধ। এই টমেটোর রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা। কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই এ টমেটো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। বিশেষ করে শীতপ্রধান দেশগুলো ব্ল্যাকবিউটি টমেটোর ভালো ফলন হয়।
এই টমেটো বেশ মাংসাল, ওজন বেশি। অল্প পুঁজিতে এই টমেটোর চাষ করে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আমাদের দেশের সাধারণ মানুষ এবং চাষিরা এই নতুন প্রজাতির টমেটো সম্পর্কে তেমন অবগত নন। শৌখিন চাষিরা জানান, ব্ল্যাকবিউটি টমেটো সারা বাংলাদেশে চাষ করা সম্ভব। অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ার কারণে এই টমেটো চাষে আগ্রহ বাড়ছে। দেশের সাধারণ টমেটোর চেয়ে এই টমেটো একটু ভিন্ন হওয়ার কারণে বাজারে এর চাহিদা এবং ভালো দাম রয়েছে। ব্ল্যাকবিউটি টমেটো চারা রোপণের তিন মাসের মধ্যে ফলন আসে। চাষের আগে জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে।
চারা রোপণের পর জমিতে ভালোভাবে পরিচর্যা এবং উপযুক্ত সার প্রয়োগ করলে ভালো ফলন আশা করা যায়। এই টমেটো গাছের আকার বেশ বড় হয়ে থাকে। প্রতিটি টমেটো গাছে অধিক ফলন আসে। টমেটো গাছে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগের ব্যাপারে বেশ গুরুত্ব দেন কৃষি বিশেষজ্ঞরা।
পাঠকের মন্তব্য