পাকিস্তানি ড্রোনকে গুলি করে মাটিতে নামাল ভারত

একদিনে পাকিস্তানকে ডবল ধামাকা। বিমানহানার পর পাকিস্তানের অভিসন্ধি বানচাল করে পাক ড্রোন মাটিতে নামাল ভারত। সূত্রের খবর, মঙ্গলবার কাকভোরে গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। তবে ঠিক কোন উদ্দেশে ড্রোনটি ভারতে পাঠানো হয়েছিল তা জানা যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে এলওসি পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বিমানহানা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিশিবির। তার পর থেকে হাই অ্যালার্ট জারি হয়েছে ভারত-পাক সীমান্তে। জানা গিয়েছে, হাই অ্যালর্টে রাখা হয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেমকেও।
এরই মধ্যে কচ্ছ সীমান্তে ভোর ৬.৩০ মিনিট নাগাদ ভারতীয় রেডারে ধরা পড়ে একটি পাক ড্রোন। যেটি ভারতীয় সীমান্তে ঢুকে আসে। তারপরই সেটিকে গুলি করে নামায় ভারতীয় সেনা। ভারতের হামলার সঙ্গে পাকিস্তানের এই ড্রোন পাঠানোর কোনও সম্পর্ক রয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।
পাঠকের মন্তব্য