যুদ্ধের ইঙ্গিত !
ভারত সীমান্তে পাকিস্তানের গুলি

যুদ্ধবিমানের সাহায্যে ভারত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালিয়েছে পাকিস্তানের মাটিতে। ভারতীয় বিমানবাহিনীর হামলায় খতম হয়েছে কমপক্ষে ২০০-৩০০ জন জঙ্গি। কিন্তু তার পরেও শিক্ষা হয়নি পাকিস্থান। কাশ্মীরের রাজৌরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাক সেনা।পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। যদিয়ও ওই ঘটনায় হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে। সেই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে। বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে দেশবাসী। এরপর পুলওয়ামা জঙ্গি হামলার পালটা জবাবে খতম হয় শতাধিক জঙ্গি। ভারতীয় বায়ুসেনার অভিযানে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভোর রাতে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সাহায্যে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালিয়েছে পাকিস্তানের মাটিতে। অধিকৃত কাশ্মীরের বালাকোট থেকে মুজফফরাবাদ সেক্টর পর্যন্ত জঙ্গিদের বহু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ভয়াবহ বোমাবর্ষণ করে তারা গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি।
সাম্প্রতিক কালের সবচেয়ে বড় এয়ার স্ট্রাইকে পাকিস্তানের ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। এরপরই সীমান্তের দুপারে জরুরী বৈঠকে বসেছে ভারত এবং পাকিস্তান। এরপর কাশ্মীরের রাজৌরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনার গুলি চালানোর ঘটনাকে যুদ্ধাভাষ দেখছেন ওয়াকিবহাল মহল।
পাঠকের মন্তব্য