ভারতের বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়

নাম না করে বিভিন্ন সময় তাঁকে 'গদ্দার' বলেছে তৃণমূল। সোমবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে সেই সুরেই তাঁকে ভর্ত্সনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার মোক্ষম জবাব দিলেন মুকুল। তিনি বলেন, ভারতবর্ষের সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিজেপির দলীয় বৈঠকে যোগ দিতে বর্ধমান যান মুকুল রায়। সেখানকার লায়নস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন শীর্ষ বিজেপি নেতা। বলেন, ভারতবর্ষের সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় কংগ্রেসের খেয়ে, কংগ্রেসের পরে বড় হয়েছেন।
চারবার কংগ্রেসের টিকিটে সাংসদও হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। পরে সেই কংগ্রেস ভেঙেই নতুন দল গড়েছেন। সেই কংগ্রেসের নামেই আবার নিজের দলের নাম দিয়েছেন। কংগ্রেসের ক্ষতিও করেছেন। এই সঙ্গে এদিন কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই-এর অভিযানের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন মুকুল। বলেন, চাষি ফসলের দাম না-পেলে ধরনা হয় না, কিন্তু পুলিশ কমিশনারকে বাঁচাতে ধরনায় বসেন মমতা।
পাঠকের মন্তব্য