ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান, পাইলট নিহত ২

ভারতের মধ্য কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ফাইটার জেট৷ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷ বিমানে আগুন লেগে যায়৷ দুই পাইলট নিহত হয়েছে সূত্রের খবর৷ ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী৷
সূত্রের খবর, শ্রীনগরের এয়ারবেস থেকে মিগ-২১ কিছুটা উড়ে যাওয়ার পরে, কয়েক কিলোমিটারের মধ্য়েই এই দুর্ঘটনা ঘটে৷ ফাঁকা জায়গায় ভেঙে পড়ে এটি৷ এলাকায় বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভেঙে পড়ে এই যুদ্ধবিমান৷ তবে কি কারণে এই বিস্ফোরণ, কেন এটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়৷
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি৷ এয়ারপোর্ট অথরিটি বিমান উড়ান সাময়িক ভাবে বন্ধ রেখেছে বলে জানা যাচ্ছে৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের বিমান চলাচল স্বাভাবিক করা হবে৷
প্রসঙ্গত, গতকালই পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকে অত্যাধুনিক মিরাজ ২০০০ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা৷ এই অপারেশনে ১২টি মিরাজ২০০০ বিমান ব্যবহার করা হয়৷ পুলওয়ামা হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছিল ভারতীয় বায়ুসেনা৷ কিন্তু পুলওয়ামা হামলার ঠিক ১২ দিন পর বালাকোটে হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদের জঙ্গি লঞ্চপ্যাডগুলি গুঁড়িয়ে দেয় ভারত৷ মাত্র ২১ মিনিটের ভারতীয় বায়ুসেনার অপারেশনে প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে৷
পাঠকের মন্তব্য