ভারতের মাটিতে বোমাবর্ষণ পাক বিমানের

ভারতের শ্রীনগরে সমস্ত বিমান উড়ান বন্ধ রাখা হয়েচে৷ রেড অ্যালার্ট জারি এইসব এলাকায়৷ লেহ এয়ারপোর্ট থেকে বিভইন্ন বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে৷ পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের এফ-১৬ বিমান ভারতীয় আকাশসীমান লঙ্ঘন করার চেষ্টা করে৷ কিছুক্ষণ পরে পালিয়েও যায় এটি৷ ফিয়ে যাওয়ার সময় পুঞ্চ রাজৌরিতে বোমাবর্ষণ করতে করতে ফিরে যায় তারা৷

 

পাঠকের মন্তব্য