স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

ভারত মঙ্গলবার অতিদ্রুত মোতায়েনযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কুইক রিঅ্যাকশন সার্ফেস টু এয়ার মিসাইল বা কিউআরএসএএমের পরীক্ষা চালিয়েছে। অতিদ্রুত মোতায়েনসক্ষম ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা পূর্বাঞ্চলীয় উড়িষ্যা উপকূল থেকে চালানো হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পরই এ পরীক্ষার খবর দেয়া হয়। ভারতীয় সূত্র থেকে পরীক্ষা সর্বাত্মক সফল হওয়ার দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি একটি ট্রাক থেকে ছোঁড়া হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে একই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। সে সময় ক্ষেপণাস্ত্রটি সফল ভাবে ছোঁড়া সম্ভব হলেও পরে তা নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গোপসাগরে পড়ে যায়। অর্থাৎ পরীক্ষাটি ব্যর্থ হয়। এ পর্যন্ত পাঁচ দফা একই পরীক্ষা চালানো হলেও এর মধ্যে দু’টি ব্যর্থ এবং তিনটি সফল হয়েছে।
কঠিন জ্বালানি ব্যবহারকারী কিউআরএসএএম ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫ থেকে ৩০ কিলোমিটার বলে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য