বিমান হামলায় ভারতীয় রাষ্ট্রদূতকে পাকিস্তানের তলব

পাকিস্তানে ভারতীয় বিমান হামলার ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান এবং এর ব্যাখ্যা জানতে চেয়েছে দেশটি।
এ ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছেন।

পাকিস্তানের বালাকোটের শূন্য রেখায় ভারতীয় বিমান সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা ভারতীয় হাই কমিশনারের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয় হাইকমিশনের কাছে জানতে চেয়েছেন, কেন ভারত পাকিস্তানের সীমানা লঙ্ঘন করে বোমা হামলা চালিয়েছে।

মঙ্গলবার সকালের দিকে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এতে ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

পাঠকের মন্তব্য