উৎসর্গীকৃত
কবিতা : আলোর ফেরিওয়ালা

আলোর ফেরিওয়ালা
কাকলী আক্তার মৌ
বই পাগল এক মানুষ ছিলেন
যেতেন বাড়ি বাড়ি,
গরিব দুঃখী পাঠকের সনে সদা
করতেন আলোর ফেরি।
অভাব অনটনে যাতনার জীবন
দুঃখে ছিলো ঢাকা,
পাঠকের সনে বই বিলাতে সদা
রোজগার করতেন টাকা।
ছাত্রছাত্রী সবার সনে বই বিলাতেন
ছিলেন না টাকা ওয়ালা,
জ্ঞানের আলো ছড়িয়ে সমাজে
হলেন আলোর ফেরিওয়ালা।
বিনে পয়সায় বই বিলাই শিরোনামে
পত্রিকা তথ্য করল পেশ,
এমন সাদা মনের মানুষের কথা
জানতে পারল দেশ।
জ্ঞানের আলো ফেরি করতেন সদা
ছিলেন বড় সাধক,
তাই তো সরকার সম্মান জানিয়ে
দিলো একুশে পদক।
পলান সরকার নামটি যে তাঁহার
ইহার কোন তুলনা নাই,
এমন মানুষের বিকল্প মোরা
আর পাবো না ভাই।
রচনাকাল : ০১/০৩/২০১৯খ্রিঃ।
উৎস্বর্গঃ আমার প্রিয় বই পাগল মানুষ পরম শ্রদ্ধেয় মরহুম পলান সরকার।
পাঠকের মন্তব্য