খবর এল মৃত্যুর
মাসুদ আজহারের আর নেই

জঙ্গি নিধন নিয়ে যখন ভারত-পাক উত্তেজনা চরমে, তার মধ্যেই খবর এল মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ চিফ মাসুদ আজহারের। গত কয়েকদিন ধরেই তার অসুস্থ থাকার খবর পাওয়া যাচ্ছিল। পাকিস্তানের সেনা হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে জানা যায়। কিডনির অসুখে ভুগছিল মাসুদ। নিয়মিত ডায়ালিসিসও করানো হচ্ছিল।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মাসুদ আজহারের মৃত্যু হয়েছে পাকিস্তানের মাটিতেই। যদিও খবরের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, দু’দিন আগেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পাক বিদেশমন্ত্রী স্বীকার করেছিলেন যে পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার।
আগেই গোয়েন্দা সূত্রে খবর এসেছিল, পাকিস্তানের মাটিতে নাকি খুবই অসুস্থ মাসুদ আজহার। অবস্থার অনেকটাই অবনতি হয়েছে সম্প্রতি। আরও জানা গিয়েছিল যে, কিডনিও আর কাজ করছে না এই জঙ্গিনেতার। পাকিস্তানের সেনা হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস চলছে মাসুদের।
ভারতের এয়ার স্ট্রাইকের পর এক সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানেই রয়েছে জইশ-ই-মহম্মদের এই প্রধান, কিন্তু সে অসুস্থ৷ তিনি সংবাদ মাধ্যমকে জানান, মাসুদ এতোটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরনোর ক্ষমতাও তার নেই৷
ভারত বরবারই বলে এসেছে মাসুদের মতো জঙ্গিকে নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তান। পুলওয়ামা হামলার পরই খবর পাওয়া যায়, কিডনিতে কাবু মাসুদকে রীতিমতো সেনা হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছে পাক সরকার।
প্রসঙ্গত, পুলওয়ামা ভয়াবহ জঙ্গি হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহার।
গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে। হামলায় মাসুদের গোটা পরিবারকে কার্যত নিকেশ করে দিয়ে এসেছে এয়ারফোর্স।
পাঠকের মন্তব্য