F-16 যুদ্ধবিমান ব্যবহার, প্রশ্নের মুখে পাকিস্তান

পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ার স্ট্রাইকের পর LoC পেরিয়ে পাক বিমান ভারতের দিকে এগিয়ে আসে। কার্যত কয়েক মিনিটের আকাশ-যুদ্ধ হয় গত ২৬ ফেব্রুয়ারি। তবে F-16 যুদ্ধবিমান ব্যবহার করার কথা অস্বীকার করেছে পাকিস্তান। আর ভারত প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে F-16 বিমানই ব্যবহার করেছিল পাকিস্তান।
ঘটনার পর ভারতীয় বায়ুসেনার তরফে প্রমাণ দিয়ে দেখানো হয়েছে যে, যে মিসাইল ভারতের মাটিতে পড়েছিল তা কেবলমাত্র ওই বিমানেই ব্যবহার করা সম্ভব। আর ওই বিমান নিয়ে যে পাকিস্তান ভারতের সেনা ঘাঁটিগুলিকে টার্গেট করেছিল , সেটাও জানিয়েছে ভারত। এবার আমেরিকাও এই বিষয়ে প্রমাণ চাইবে পাকিস্তানের কাছে।
রয়টাফশে প্রকাশিত খবর অনুযায়ী, ওয়াশিংটনের তরফে বলা হয়েছে যে, তারাও F-16 ব্যবহারের কথা শুনেছেন। এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথাও বলবেন। মার্কিন ওই যুদ্ধবিমানের অপব্যবহার করা হয়েছে কিনা, সেবিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আমেরিকা।
আসলে ২০০৮ সালে পাকিস্তানকে আমেরিকা এই শর্তেই F-16 দিয়েছিল যে, সেই বিমান কেবল জঙ্গিঘাঁটির বিরুদ্ধেই ব্যবহার করা হবে। কিন্তু ভারতের দেওয়া প্রমাণ অনুযায়ী, পাকিস্তান ওই F-16 নিয়েই হামলা চালাতে এসেছিল ভারতে। কারণ ভারতের হাতে রয়েছে AMRAAM মিসাইলের অংশ, যা কেবলমাত্র ওই বিমানেই ব্যবহার করা হয়।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলছে, জঙ্গি নিধনে পাকিস্তানকে আরও শক্তিশালী করতে এই বিমান দেওয়া হয়। এমনকি প্রকাশ্যে থাকা বেশ কিছু নথি অনুযায়ী, এই বিমান ব্যবহার করার ক্ষেত্রে আমেরিকার বেশ কিছু বাধা-নিষেধ আছে। কিন্তু তা সত্বেও এই বিমান ব্যবহার করেছে পাকিস্তান।
তবে ভারতের ঘাঁটিতে কোনও ক্ষতি পারেনি পাক বিমান। মিগ-২১ গুলি করে নামায় পাক বিমানকে। বিমানটি গিয়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে। ভারত একটি মিগ বিমান হারায়। পাইলট বেরিয়ে গেলেও তাঁর প্যারাস্যুট গিয়ে পড়ে অধিকৃত কাশ্মীরে। সেখানে উইং কমান্ডার অভিনন্দনকে বন্দি করে পাক সেনা। শুক্রবারই তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
পাঠকের মন্তব্য