সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ড্রোন, ধ্বংস করলো ভারত

সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। মিসাইল ছুঁড়ে নামাল ভারত। সোমবার সকালেই বিকানির সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত সরকার কিংবা সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে যে এদিন সকালে ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতের আকাশে চলে এসেছিল পাক ড্রোন। সঙ্গে সঙ্গে সেই ড্রোন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে । আরও জানা গিয়েছে যে মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে পাকিস্তানের দিকে।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে পাকিস্তানের সীমান্তের কাছাকাছি ‘ফোর্ট আব্বাস’ নামের একটি জায়গায় কিছু মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। এলাকার লোকজনও বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে বলে খবর। পাকিস্তানের একাধিক ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবিও প্রকাশ করা হয়।
পাঠকের মন্তব্য