ভারতকে দেওয়া অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার

আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে ভারত বড়সড় ধাক্কা খেতে চলেছে। ভারতকে দেওয়া অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করতে চলেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসে চিঠি লিখে একথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চিঠিতে ট্রাম্প লিখেছেন, “এতদিন ভারত আমেরিকার জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের মধ্যে ছিল। এবার সেটি প্রত্যাহার করা হচ্ছে।” সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর মোটামুটিভাবে ভারতের পাশেই ছিল আমেরিকা। এরই মধ্যে হঠাৎ, ট্রাম্পের এই সিদ্ধান্তে হতচকিত কূটনৈতিক মহল।

জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের মধ্যে থাকায়, আমেরিকার মাটিতে বাণিজ্যে বিশেষ সুবিধা পেত ভারত। এই সুবিধা প্রত্যাহারের ফলে, আমেরিকার মাটিতে ভারতীয় পণ্যে আর অতিরিক্ত কর ছাড় দেওয়া হবে না। এতদিন মার্কিন মুলুকে একাধিক ভারতীয় পণ্য কার্যত বিনা শুল্পে প্রবেশ করতে পারত। বছরে আনুমানিক ৫৬০ লক্ষ ডলারের ভারতীয় পণ্য বিনা শুল্কে মার্কিন মুলুকে প্রবেশ করতে পারত। কিন্তু, এবার সেই সুবিধা প্রত্যাহার করলেন ট্রাম্প। এর ফলে ওই ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার পণ্যের উপরেও এবার কর আরোপ করা হবে। ভারত গোটা পৃথিবীতে এই জিএসপি-র মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির মধ্যে একটি। আর সেই সুবিধা প্রত্যাহার করা অবশ্যই দিল্লির কাছে একটি বড় ধাক্কা। 

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এইচ ওয়ান-বি ভিসা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চললেও, ভারতের বিরুদ্ধে এতবড় পদক্ষেপ আগে করেনি আমেরিকা। এই পদক্ষেপের কারণ হিসেবে ট্রাম্প বলছেন, ভারত এবং রাষ্ট্রসংঘের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নীতি পর্যবেক্ষণ করার পর আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে আমেরিকাকে অতিরিক্ত কোনও সুবিধা দেবে না।

ট্রাম্পের এই পদক্ষেপে রীতিমতো হতচকিত কূটনৈতিক মহল। সদ্যই ভারত-পাক উত্তেজনার পরিস্থিতিতে ভারতের পক্ষ নিয়ে কথা বলেছে আমেরিকা। তাছাড়া মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কও ভাল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ভারতও আমেরিকাকে দেওয়া অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করে কিনা সেটা দেখার অপেক্ষায় কূটনৈতিক মহল।

পাঠকের মন্তব্য