কবিতা : মরনে কাঁদিবে মাটির ভূবন

মরনে কাঁদিবে মাটির ভূবন

কাকলী আক্তার মৌ

ওহে পথিক একটু দাড়াও
আমার পানে একটু তাকাও । 

ডাকছি তোমায় দুখের সুরে
কাছে এসো, থেকো না দূরে ।  

আমার কথা একটু শোন
মিথ্যা তুমি পাবে না কোনো । 

এখন আছো যেমন তুমি
সেই রকমই ছিলাম আমি । 

এখন আমি কবর বাসী
গলায় আমার পাপের ফাঁসি । 

চলেছি আমি বাঁকা পথে
চড়েছি সদা পাপের রথে । 

করিনি কভু ভালো কাজ
আঁধার জগতে করেছি রাজ । 

ঘনিয়ে যখন এলো মরন
অতীতের কথা হলো স্মরণ । 

এখন করার কিছুই নাই
কবরে এখন সাজা পাই । 

বলি চেয়ে তোমার পানে
আমার কথাটি রেখো মনে । 

গঠন করো এমন জীবন 
মরনে কাঁদিবে মাটির ভূবন ।

রচনাকাল : ০৪/০৩/২০১৯খ্রিঃ

পাঠকের মন্তব্য