কবিতা : ভুলের শিক্ষা ছড়িয়ে দাও

ভুলের শিক্ষা ছড়িয়ে দাও

জীবনের জন্য খুব স্বাভাবিক
জেনে, না জেনেও যা হয়, 
সেতো ভুল ! ছোট বড় সবার 
এটা খারাপ কিছু নয়।

ভুলকেও নেয় কেউ ভুল পথে 
অন্যের ঘাড়ে চাপিয়ে, 
তাই ভুলকে যেজন ভুল বুঝে 
তখনি সে উঠে হাঁপিয়ে।

মেনে নিতে শিখলে ভুল 
তার জন্য হয় ফুল, 
সে তখন গন্ধ ছড়ায় 
ভুলতো শিখায়, নিজ পাঠশালায়।

ভুল বলে- হে ভীতু 
স্বীকার করে নিতে শেখো, 
দ্বিতীয়বার না করার জিহাদ 
ইচ্ছেটা বুকে রাখো ।

সেইতো ভুলের খুঁজে কারণ
যেজন সতর্ক, সাবধান 
এড়িয়ে যাওয়াতে নয়- 
প্রথম ভুল, দ্বিতীয়বারের কল্যাণ।

নিন্দুককে করো না ঘৃণা 
শুধরে নিতে সে সহায়ক, 
আপন করে রাখো তারে 
যেজন তোমার নিন্দুক ।

আগে ভেবে পরে করো কাজ 
করার পরে ভেবো না, 
ভাবলে হয়তো এমন একটা
ওই ভুলটাও হতো না।

জড়তাবোধ-কে কর খতম 
পরামর্শক খুঁজে নাও 
ভুল থেকে এভাবে শিক্ষা নিয়ে 
ভুলের শিক্ষা ছড়িয়ে দাও ।

লেখক- এম,আর টিপু 

পাঠকের মন্তব্য