কবিতা : চমকে গেলাম বিজলীতে

চমকে গেলাম বিজলীতে

মকবুল প্রধান

বারো এসে মিশলো হঠাৎ
বেয়াল্লিশের মাঝে,
সাঙ্গলীলায় মত্ত থাকি
সকাল দুপুর সাঁঝে ।

সত্যিটা বেশ যেমন মজার
তেমন ব্যবধান,
তবু মোদের প্রথম প্রেম
একে অপরের প্রাণ ।

বারোর যখন পনের হলো
তখন জানাজানি,
পয়তাল্লিশে আমি এসেছি
এটাই কানাকানি ।

ভাঙবো তবু বয়স কপাট
বাধঁবো দূঃখের ঘর,
আসলে আসুক ঝড় ঝাপটা
কেউ হবোনা পর ।

রচনাকাল : ০১/০২/২০১৯ইং

পাঠকের মন্তব্য