কবিতা : মানুষের সুখে দুঃখে

কবিতা : মানুষের সুখে দুঃখে

কাকলী আক্তার মৌ

অন্যের উপকার করে যারা       
মনে তৃপ্তি খোঁজে,
পীড়িতের অশ্রু দেখে যাদের
নয়ন জলে ভিজে।

বিপদে সাহায্য করে যারা
মনে খোঁজে সুখ,
পীড়িতের দুঃখ দেখে যারা
কেঁদে ভাসায় বুক।

নির্যাতিতের কাছে যারা
দ্রুত দাঁড়ায় এসে,
দুঃখ সুখের খবর নেয়
পাশে এসে বসে।

এমন মানুষের সুখে দুঃখে
পাশে থেকো সবে,
মানবতার সম্পদ তারা
হারালে পাবে না ভবে।

রচনাকাল : ১০/০৩/২০১৯খ্রিঃ

পাঠকের মন্তব্য