নিউজিল্যান্ড রক্তাক্ত : বাড়ছে নিহতের সংখ্যা

বাড়ছে নিহতের সংখ্যা৷ শান্তিপূর্ণ দেশ হিসেবে সুপরিচিত নিউজিল্যান্ড রক্তাক্ত৷ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ ৷ জখম অন্তত ২০ জনের অবস্থা গুরুতর৷

জারি হয়েছে সতর্কতা৷ এমনই পরিস্থিতিতে এই দেশে থাকা প্রবাসী ভারতীয়দের আত্মীয়রা চিন্তিত৷ তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি, রয়টার্স আল জাজিরার খবর নিহতদের তালিকায় রয়েছেন দুই বাংলাদেশি৷ 

বিবিসি জানাচ্ছে,নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটো মসজিদে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় কোনরকমে বেঁচে গিয়েছেন সেখানে থাকা বাংলাদেশি ক্রিকেট দলের সদস্যরা৷ হামলার ঘটনায় দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ এই খবর নিশ্চিত করেছে সেদেশের দূতাবাস৷ অন্তত পাঁচজন বাংলাদেশি জখম হয়েছেন৷ এদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরডার্ন একে জঙ্গি হামলা হিসেবে বর্ণনা করেছেন৷ তিনি জানান, এই হামলা দেশটির ইতিহাসের “কালো দিন”। পুলিশ কমিশনার মাইক বুশ সাংবাদিকদের জানিয়েছেন, সন্দেহভাজন তিনজন পুরুষ এবং একজন মহিলাকে আটক করা হয়েছে। হামলার পরেই প্রতিবেশী রাষ্ট্র অস্ট্রেলিয়ায় জারি সতর্কতা৷ আগে বেশ কয়েকবার এই দেশেও জঙ্গি হামলা হয়েছে৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন নিউজিল্যান্ডের পুলিশ যাদের আটক করেছে তাদের একজন অসি নাগরিক৷

পাঠকের মন্তব্য