কবিতা : মাজারে বেহায়াপনা

মোহাম্মদ ইমাদ উদ্দীন

মোহাম্মদ ইমাদ উদ্দীন

মাজারে বেহায়াপনা

মোহাম্মদ ইমাদ উদ্দীন

বর্তমান সময়ে মাজারে চলছে
কত বেহায়াপনা ?
পশ্চিমাকাশে সূর্য অস্ত গেলে,
দেখা মিলে মদ-জুয়া-গাঁজার আসর।
বর্তমান সময়ে মাজারে দেখা মিলে
শত শত শিরক-বিদআত কার্যকলাপ। 
হাজারো লোকদের ভক্তির নামে
মাজারে চলে সিজদার আসর।
বাদ যায় না নাচ গানের আসরও !
কে মুসলমান কে অন্য ধর্মের লোক
খেয়াল রাখে না কেউ।
মাজারে দেখা মিলে, 
মুসলমানদের চেয়ে অন্য ধর্মের লোকদের আনাগুনা।
জ্ঞানের আলো আলোকিত হয়ে
বর্জন করতে হবে যত্তসব অনৈসলামিক কার্যকলাপ। 

পাঠকের মন্তব্য