কবিতা : ভালো থেকো বাংলাদেশ

ভালো থেকো বাংলাদেশ 

প্রজন্মকন্ঠ

ভালো থেকো দেশ, বাংলার মানুষ
শুধু এই কামনা করছি, 
তোমাদের জন্য; এই মা-মাটির জন্য  
সারাটি জীবনভর লড়েছি। 

রাষ্ট্রভাষা বাংলার দাবী; 
আর বেঁচে থাকার জন্য স্বাধীনতা 
ছিনিয়ে এনেছি; করেছিলাম জয়
ছিলো বলে সেদিন একতা। 

একাত্তরের ঐক্য রাখিয়ো অটুট 
স্বাধীনতা রক্ষার জন্য, 
তবে-ই সেই শহিদেরা হবে সুমহান 
বিজয়ের সার্থকতা হবে পরিপূর্ণ। 

জেল-জুলুম, ফাঁসির করিনি তোয়াক্কা 
অধিকার আদায়ে ছিলাম আপোসহীন 
দুর্নীতি আর ত্রাসের রাজত্ব করিয়া কায়েম 
অর্জনটুকু করিও না মলিন। 

আজ আমি নাই; আছে লাল-সবুজ পতাকা 
আছে স্বাধীনতা, আছে মানচিত্র । 
এখনো লড়াই হয়নি শেষ, 
যেতে হবে বহুদুর শুরুটা মাত্র। 

বলেছিলাম, এবারের সংগ্রাম স্বাধীনতার 
এবারের সংগ্রাম মুক্তির। 
অবাক চোখে বিশ্ব তাকিয়ে রবে 
এবারের সংগ্রাম হোক উন্নয়ন; সমৃদ্ধির।  

ছিলাম, আছি, থাকবো ভালোবাসা'য়
ভয় নেই ভয় নেই আর; সাহসায় বলি- 
আমার রেখে যাওয়া বাংলাদেশ থেকে 
আজকের বাংলাদেশ, অনেক বেশি শক্তিশালী।

পাঠকের মন্তব্য