কবিতা : আমি আর ফিরবো না

আমি আর ফিরবো না
আমাকে নিয়ে হয়তো
এক লাইন লিখবে না কেউ,
অন্ধকার ঘুটঘুটে নিশিথে
ঘুমহীন জাগবে না কেউ।
চাঁদের আলোয় বসে আমাকে নিয়ে
গান বাধার নেই কেউ।
তাই ভেবেছি এবার চলেই যাবো।
ফিরবো না আর কারো আকাশে
শ্রাবণের একপশলা বৃষ্টি হয়ে।
কথা দিচ্ছি সহস্র রাতের কছম
কারো আকাশে ফিরবো না
একাদশির লোভনীয় চাঁদ হয়ে।
ফিরবো না আর শীতের সকালে
কুসুম রাঙা ভোর হয়ে।
আমি আবারও কথা দিচ্ছি,
এবার চলেই যাবো রুপালি নদীর
কলকল ধ্বনির মায়া ছেড়ে।
ফিরবো না আর বসন্তের ভোরে
কোকিলের মায়াভরা ডাক হয়ে।
আমি ফিরবো না সজনের ফুল হয়ে
আম-জামের মুকুল হয়ে।
এই শতাব্দীর সেরা অভিশাপ আমি
নেই জীবনে কোন ছন্দ;
মানেই নেই কোন জীবনের।
নষ্ট-পথভ্রষ্টের দলে লক্ষজন
আমি তাদেরও কেউ না।
তাহলে কেন এত টান
কেন এত ভালোবাসা অভিমান
এখানে আসেনা কেউ জীবনের আহবানে।
ভালোবাসা আজ নষ্টদের অধিকারে
পরিবার, সমাজ, রাজনীতি,
অর্থনীতি, সংস্কৃতি, নারী
এসব ছুটে ফিরে বুর্জোয়াদের টানে।
সত্যি বলছি আমি তাই ফিরবো না
এই সমাজের নষ্ট নীতি
নষ্ট ভালোবাসা, নষ্ট মোহের টানে।
এম. আব্দুস সামাদ সোহাগ,
-শিক্ষক ও লেখক
পাঠকের মন্তব্য