বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছাড়ল দুই মন্ত্রী ও ছয় বিধায়ক

লোকসভা ভোটের মুখে অরুণাচল প্রদেশে বড়সড় ধাক্কা খেল পদ্ম শিবির৷ বিজেপির রক্তচাপ বাড়িয়ে দল ছাড়লেন দুই মন্ত্রী ও ছয় বিধায়ক৷ তারা সকলেই ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েছেন৷ ভোটের মুখে এই দলবদল উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির শক্তিক্ষয় করল বলে মনে করছে রাজনৈতিক মহল৷

দলত্যাগীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই ও পর্যটনমন্ত্রী জারকার গামলিন৷ বিজেপি সূত্রে খবর, এই দুই মন্ত্রী ও ছয় বিধায়ক বিধানসভা ভোটে ফের দলের হয়ে লড়তে চেয়েছিলেন৷ কিন্তু দল তাদের সেই আকাঙ্খা পূরণ না করায় গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে আসেন৷ দল ছাড়ার পরই বিজেপির বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ প্রকাশ করেন কুমার ওয়াই৷ তোপ দেগে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি রাজ্যের মানুষের আস্থা হারিয়েছে৷ একই সঙ্গে তিনি জানান, রাজ্যে তারা একা লড়বেন এবং বিজেপির সাহায্য ছাড়া অরুণাচলে সরকার গড়বে এনপিপি৷

আট বিজেপি মন্ত্রী ও বিধায়ক ছাড়াও দলের শীর্ষস্থানীয় আরও বেশ কিছু নেতা বিজেপি ছেড়ে এনপিপিতে যোগ দিয়েছেন৷ মেঘালয়ের শাসক দল এনপিপি বিজেপির জোটসঙ্গী৷ এনপিপি এবার অরুণাচলে প্রার্থী দেবে৷ আগামী ১১ এপ্রিল রাজ্যে লোকসভা ও বিধানসভা ভোট৷ ৬০টি আসনবিশিষ্ট বিধানসভার ৪০টি আসনে এবার প্রার্থী দেবে এনপিপি৷ বুধবারই তাদের প্রার্থী তালিকা প্রকাশ পাবে৷

অপরদিকে বিজেপি ৫৪টি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে৷ রাজ্য বিজেপি নেতাদের একাংশের মধ্যে টিকিট বণ্টন নিয়ে দলের বিরুদ্ধে প্রবল অসন্তোষ৷ জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসের সমালোচনা করে৷ কিন্তু দলেই পরিবারতন্ত্র বাসা বেঁধেছে৷ তিনটি টিকিট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর পরিবারকে৷ রাজ্যের মানুষ এটাকে ভালো চোখে দেখছেন না৷ এর প্রভাব বিজেপি ভোটবাক্সে টের পাবে বলে জানান তারা৷

পাঠকের মন্তব্য