পাকিস্তান সীমান্তে পাকসেনার গুলিতে ভারতীয় জওয়ান নিহত

জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) পাকিস্তানি সেনারা সুন্দেরবানি সেক্টরে অগ্রবর্তী চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ ও শেল নিক্ষেপ করলে ভারতীয় সেনা জওয়ান রাইফেলম্যান যশ পাল নিহত হন।
অন্যদিকে, আজ সোপোরের রফিয়াবাদের বারপোরা এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড নিক্ষেপের ফলে এক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করলে পুলিশ কর্মীরা আহত হন। আহত পুলিশ কর্মকর্তা মুদাসসির গিলানী ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী জাভেদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে পাঠানো হয়েছে।
আজ উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার সোপরে অজ্ঞাত সন্ত্রাসীরা সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছে। ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ প্রতিবাদী জনতা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইরশাদ আহমদ নামে এক তরুণ গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ হাজিন এলাকায় সন্ত্রাসীদের খোঁজে সেনা, আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বান্দিপোরা জেলার অধিকাংশ এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করেছে।
পাঠকের মন্তব্য