পাকিস্তানকে ২০০ কোটি ডলার সাহায্য দিয়েছে চিন

পাকিস্তানের অর্থনীতি তলানির দিকে যাচ্ছিল নওয়াজ শরিফের আমলেই। পাকিস্তানের আর্থিক দুরবস্থা থেকে উদ্ধার করতে আপাতত ধার দিচ্ছে চিন। ‘সব ঋতুর বন্ধু’ চিন পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে। আগামী সোমবারের মধ্যেই সেই টাকা পাকিস্তানের কাছে আসবে বলে জানা গিয়েছে।
পাক প্রশাসনের অন্যতম উচ্চপদস্থ আধিকারিক খাকান নাজিব খান বলেছেন, চিনের পাকিস্তানকে টাকা দেওয়ার সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চিন সরকারের তরফে ওই টাকা জমা হবে স্টেট ব্যাংক অফ পাকিস্তানে। আগামী ২৫ মার্চের মধ্যে সেই টাকা জমা পড়ে যাবে।
ইতিমধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১০০ কোটি ডলার করে পেয়েছে পাকিস্তান।গত বছর অক্টোবরে রিয়াধ ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী মোট ৬০০ কোটি ডলার দেওয়ার কথা ছিল পাকিস্তানকে।
গত বছররেই চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। সেখানেই চিন পাকিস্তানকে সাহায্য করার প্রস্তাব দেয়। এরপরে চিনের তরফ থেকে জানানো হয় পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে বেজিং একাধিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করছে।
পাঠকের মন্তব্য