ভারত সীমান্তের কাছে চিনা সেনা মোতায়েন

ভারত সীমান্তের কাছে চিনা সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করল রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুৎনিক৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশের থর এলাকায় পিএলএ তার সেনা মোতায়েন করেছে বলে জানা গিয়েছে৷ ভারত-পাক সীমান্ত থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরেই তাদের অবস্থান৷
স্পুৎনিকের খবর অনুযায়ী, CPEC-এর কোল মাইন প্রজেক্টে পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থায় খুশি নয় চিন৷ আর তাই কিছু সেনা এই প্রজেক্টের নিরাপত্তার স্বার্থেই সেখানেই মোতায়েন করা হয়েছে৷ এদিকে ভারতের এত কাছে চিনা সেনার উপস্থিতিতে দেশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷
উল্লেখ্য, পাকিস্তানে ৬২ বিলিয়ন ডলার ব্যয় করে CPEC প্রজেক্টে জোর দিয়েছে চিন৷ এই প্রজেক্টের মাধ্যমে চিন, পিওকে, বালোচিস্তান, পাকিস্তান হয়ে চিনের জিনজিয়াং প্রান্ত পর্যন্ত সড়ক নির্মাণ করছে৷ পিওকে-র জন্য ভারত এই প্রজেক্টে আপত্তি জানিয়েছে৷
এই সিপেক প্রজেক্টের নিরাপত্তার জন্য পাকিস্তান তার ১৭,০০০ সেনা মোতায়েন করেছে৷ কিন্তু পাকিস্তানের এই ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট চিন নিজেদের সেনা সিন্ধের থর এলাকায় মোতায়েন করছে বলে দাবি স্পুৎনিকের৷
পাঠকের মন্তব্য