কাকলী আক্তার মৌ এর ‘স্বাধীনতার রেখা’

‘স্বাধীনতার রেখা’
‘স্বাধীনতার রেখা’
কাকলী আক্তার মৌ
পড়লে শাস্ত্র তুললে অস্ত্র
রণে সাহসী বীর,
রচিলে কাব্য বিনাশে শত্রু
উচু করলে শির।।
গড়াল অশ্রু ঝড়ালে রক্ত
স্বাধীন হল জাতি,
দেখালে ভূবন দেখল মোড়ল
স্বাধীন বাংলার খ্যাতি।।
ভাঙ্গলে শৃংখল করলে মুক্ত
দূর্গে ধরালে চির,
বিশ্ব জগতের শ্রেষ্ঠ নায়ক
শ্রেষ্ঠ বাংলার বীর।।
তুমি নির্ভীক তুমি জাগ্রত
তুমি বাংলার বীর,
অসীম শক্তি সাহসী যোদ্ধা
নত হয়নি শির।।
জাতি পরাধীন করলে স্বাধীন
মানচিত্র হল আঁকা,
শ্রেষ্ঠ বাংলার জাতীয় বীর
স্বাধীনতার তুমি রেখা।।
রচনাকালঃ ২৫/০৩/২০১৯খ্রিঃ।
পাঠকের মন্তব্য