কবিতা : ‘মুক্তির শেষ বার্তা’

যে বার্তায় মুক্তির শক্তি
‘মুক্তির শেষ বার্তা’
প্রজন্মকণ্ঠ
এটাই হয়তো আমার শেষ বার্তা।
তোমাদের জন্য রেখে গেলাম-
আহবান আর সতর্কতা।
জেগে উঠো বাঙালী জেগে উঠো
হাতে তুলে নাও হাতিয়ার;
ঘনিয়ে এসেছে সময় এবার তোমাদের
রুখে দাঁড়াবার।
ওরা বিশ্বাসঘাতক বেঈমানের দল
ওরা আমায় বাঁচতে দেবে না; তবু দুঃখ নেই !
সর্ব্বোচ শক্তি দিয়ে-ই লড়তে হবে তোমাদের,
এখন আর হাতে সময় নেই।
যার যা কিছু আছে তুলে নাও
তুলে নাও- বেরিয়ে পড় স্বাধীনতার যুদ্ধে,
মরতে আর মারতে কর নাকো দ্বিধা-
মা, মাটি রক্ষার স্বার্থে।
পরাস্ত করতে হবেই, দেশের মান রাখতে
আমরা বাঙালি হাসতে হাসতে পারি মরতে;
রক্ত দিয়েছি; প্রয়োজনে আরো দেব
পারবো না হার মানতে।
নিঃশেষ করে দাও
পাকিস্তানি দখলদারীর শেষ সৈন্যটিও থাকতে-
লড়ে যাও লড়ে যাও
ওদের'কে আর দিওনা বাঁচতে।
চুড়ান্ত বিজয় তোমাদের-ই জানি,
এই আশ্বাস; এ বিশ্বাস আমার শিরা উপ-শিরায় রক্তে,
আর কখনো কোনদিন পরাধীন ও বৈষম্যর জালে
বাঙালি'কে হবে না বাঁচতে।
(জয় বাংলা)
পাঠকের মন্তব্য