কবিতা : ঝাড়ুদার পাখি

ঝাড়ুদার পাখি
ঝাড়ুদার পাখি
কাকলী আক্তার
পাতি দাড় শত কাক
করে কা কা,
শুনে বুক করে ধুক
করে খা খা।।
লাথি গুতা ঠ্যাংগানি
দেয় কেউ কেউ,
অতি বোকা কেউ বা
করে ঘেউ ঘেউ।।
বিবেকহীন সবাকে
কেউ দেয় বিষ,
মারে কেউ হিংসায়
ক্ষতে দেয় শিষ।।
অতি লোভী কেউ কেউ
হিংসায় জ্বলে,
ক্ষতি করে অপবাদে
প্রান পিষে ফেলে।।
পাখি তারা উপকারী
নাশ করে কয়লা,
ঝাড়ুদার হয়ে তারা
দূর করে ময়লা।।
পাখি কাক ঝাড়ুদার
প্রকৃতির দান,
মেরো না বলি তারে
সমাজের প্রাণ।।
রচনাকালঃ ১০/০২/২০১৮খ্রিঃ
পাঠকের মন্তব্য